ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ছবি: সংগৃহীত

১৬তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলিস্তানস্থ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩৯-৩৭ পয়েন্টে হারায় বাংলাদেশ নৌবাহিনী।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও সংস্থার মোট ১৫টি দল অংশগ্রহণ করে।

প্রথম লিগ ও সুপার লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নৌবাহিনী প্রতিটি খেলায় জিতেছে। প্রতিযোগিতায় সেনাবাহিনী রানার্স আপ, বিমান বাহিনী তৃতীয় ও বিজিবি দল চতুর্থ স্থান লাভ করে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।