ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বিমান বাহিনীকে রুখে দিল বিকেএসপি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
বিমান বাহিনীকে রুখে দিল বিকেএসপি  ওয়ালটন হকি টুর্নামেন্ট

ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি-২০১৯ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ বিমান বাহিনীর বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে বিকেএসপি। 

রোববার (০৮ ডিসেম্বর) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডির লড়াইয়ের ম্যাচটিতে ২২ মিনিটে সজীব হোসেনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ বিমান। তবে ব্যবধানটা তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।

২৫ মিনিটে আমিরুল ইসলামের গোলে সমতায় ফেরে বিকেএসপি।  

আগামীকাল সোমবার (০৯ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে একই ভেন্যুতে দুপুর ১টায় মুখোমুখি হবে বাংলাদেশে নৌ বাহিনী ও বাংলাদেশ পুলিশ। দুপুর ৩টায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষ সোনালী ব্যাংক।  

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশে হকি ফেডারেশনের আয়োজনে ‘ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি-২০১৯’ টুর্ণামেন্টের এবারের আসরে অংশ নিচ্ছে ৬ টি দল।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।