ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

৭ম ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
৭ম ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ বাংলাদেশ আট উইকেটের জয় পেয়েছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: নিউজিল্যান্ডে শুরু হওয়া সপ্তম ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে যোগ দিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হ্যামিলটন শহরে অনুষ্ঠিত এ বিশ্বকাপে অংশ নিয়েছে আটটি দল।

সোমবার (৩০ ডিসেম্বর) দলের প্রথম খেলায় কমনওয়েলথ একাদশের বিরুদ্ধে বাংলাদেশ আট উইকেটের জয় পেয়েছে। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন আইনজীবী চঞ্চল মুখার্জি।

 আগামী ৯ জানুয়ারি বিশ্বকাপ সমাপ্ত হবে।

ইন্টারন্যাশনাল ল‘ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ল’ ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ বিশ্বকাপের আয়োজনে করে।

এর আগে ২০০৭ ও ২০১৩ সালে ভারতে, ২০০৯ সালে ইংল্যান্ডে, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজে এবং ২০১৫/১৬ সালে অস্ট্রেলিয়ায়, ২০১৭ সালে শ্রীলঙ্কায় এ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ইএস/এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।