ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সৈয়দপুরে প্রমীলা আন্তঃপ্রীতি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
সৈয়দপুরে প্রমীলা আন্তঃপ্রীতি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রমীলাদের আন্তঃপ্রীতি ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার সকালে (১৭ জানুয়ারি) ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ।

উদ্বোধনী ম্যাচে সৈয়দপুর প্রমীলা ক্রিকেট একাদশ পরাজিত হয় রংপুর প্রমীলা একাদশের কাছে।   প্রথমে ব্যাট করতে নেমে ১১২ রান সংগ্রহ করে রংপুর প্রমীলা একাদশ।

জবাবে সৈয়দপুর প্রমীলা একাদশ অলআউট হয় ৮৬ রানে।

সৈয়দপুরের সাবেক খেলোয়াড়দের উদ্যোগে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় রংপুর, দিনাজপুর, সৈয়দপুর ৩টি নারী ক্রিকেট দল অংশ নিচ্ছে।  

শনিবার (১৮ জানুয়ারি) মুখোমুখি হবে সৈয়দপুর বনাম দিনাজপুর জেলা দল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, ক্রীড়া সংগঠক প্রকৌশলী এস এম রাশেদুজ্জামান, মোশাররফ হোসেন, এম আর এ রবি ও নারী ক্রিকেটার ঝিনুক।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।