ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ

বান্দরবানকে হারালো চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
বান্দরবানকে হারালো চট্টগ্রাম ছবি: বাংলানিউজ

বান্দরবানে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২০ এর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে চট্টগ্রাম জেলা ফুটবল দল ও বান্দরবান জেলা ফুটবল দল।

টান টান উত্তেজনায় ভরা ম্যাচটিতে চট্টগ্রাম জেলা ১-০ গোলে পরাজিত করে বান্দরবান জেলাকে।  

এ সময় উপস্থিত থেকে শুরুতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হোন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী-সহ ক্রীড়াপ্রেমীরা।

খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মো. আলমগীর। সহকারি রেফারির দায়িত্বে ছিলেন মইনুল হোসেন, হুমায়ন কবির ও জনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।