ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কক্সবাজার ডিসি টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
কক্সবাজার ডিসি টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের হাতে চেক হস্তান্তর করছেন বসুন্ধরা গ্রুপের স্পন্সর প্রতিনিধি এ এম জি ফেরদৌস।

কক্সবাজার: কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আগামী মধ্য ফেব্রুয়ারি কক্সবাজার জেলা শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হবে। এ প্রতিযোগিতায় কক্সবাজারের আট উপজেলা ও কক্সবাজার পৌরসভাসহ নয়টি দল অংশ নেবে।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হওয়ার জন্য এরই মধ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সম্মতি জানিয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) কক্সবাজারের জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসকের হাতে চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের স্পন্সর প্রতিনিধি এ এম জি ফেরদৌস।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধি আয়ুবুল ইসলাম, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সদস্য অধ্যাপক জসিম উদ্দিন, রাশেদ হোসেন নান্নু, নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।