ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

গোপালগঞ্জের উপর প্রতিশোধ নিল যশোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
গোপালগঞ্জের উপর প্রতিশোধ নিল যশোর ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জঃ গোপালগঞ্জে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ানশিপের ফিরতি লেগে কংকরের জোড়া গোলে যশোর জেলা দল ২-০ গোলে পরাজিত করেছে গোপালগঞ্জ জেলা দলকে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দু’দলের মধ্যকার ফিরতি খেলা অনুষ্ঠিত হয়।  ম্যাচটি উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।

প্রথমার্ধের ৩৩ মিনিটে যশোরকে এগিয়ে দেন কংকর। এর তিন মিনিট পরই  ব্যবধানটা ২-০ করেন তিনি। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় গোপালগঞ্জ। কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেয় যশোর।  

উল্লেখ্য, ১৮ জানুযারী, যশোর স্টেডিয়ামে এ দু’দলের মধ্যকার ম্যাচে গোপালগঞ্জ ২-১ ব্যবধানে হারিয়েছিল যশোরকে।  

বাংলাদেশ সময়: ২০২৬, জানুযায়ী ২১, ২০২০
একে/ ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।