ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ভাইকিংসের বিরুদ্ধে সহজ জয় পেলো সিক্সার্স 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
ভাইকিংসের বিরুদ্ধে সহজ জয় পেলো সিক্সার্স  ফাইল ফটো

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সিরাজগঞ্জ ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়েছে সিরাজগঞ্জ সিক্সার্স।   

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানায় সিক্সার্স। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে ভাইকিংস।

দলের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৫২ রান করেন খালিদ হোসেন ও সাকিল হায়দার করেন ৩৬ বলে ২৩ রান।

সিক্সার্সের বোলার শান দুটি, ইসতিয়াক মিলন ও শরীফুল সৈকত একটি করে উইকেট লাভ করেন।  

জবাবে সিরাজগঞ্জ সিক্সার্স ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩২ রান করেন ইসতিয়াক মিলন ও ১৪ বলে ২৫ রান করেন মাহমুদুল হাসান মিলন।  

ম্যান অব ম্যচ নির্বাচিত হন ইসতিয়াক মিলন।                               

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘন্টা, ২৬ জানুয়ারি, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।