ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন চর গোবরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন চর গোবরা ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জঃ গোপালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চর গোবরা স্পোর্টিং ক্লাব। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গোপালগঞ্জ গোবরা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া স্কুল মাঠে ফাইনালে চর গোবরা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় গোবরা ইউনাইটেড।  

খেলার প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চালাতে থাকে দু’দল।

তবে ২০ মিনিটে ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় রবিউল আলম গোল করে এগিয়ে দেন চর গোবরাকে।

দ্বিতীয়ার্ধে গোবরা ইউনাইটেড সমতায় ফিরতে মরিয়া হয়ে খেললেও গোলের দেখা পায়নি। শেষ পযর্ন্ত তাদের মাঠ ছাড়তে হয় ১-০ ব্যবধানের হার নিয়ে।  

খেলা শেষে কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় গোবরা ইউনিয়ন পরিষদের আয়োজনে গত ৮ ফেব্রুয়ারি ৮ দলের এ টুর্নামেন্ট শুরু হয়।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।