ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। ফাইনালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ৩১-২৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদদেশ পুলিশ।

প্রথমবারের মতো বাংলাদশ পুলিশ এই শিরোপা জিতল।

বুধবার (০৪ নভেম্বর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে দুই দলের মধ্য বেশ লড়াই হয়। ১৪-১৪ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ পুলিশ। সোহাগ হোসেন বাংলাদশ পুলিশের হয়ে সর্বোচ্চ ১৪টি গোল করেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।