ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দ্য স্পোর্টস ক্লাব কেজ ফুটবলে জয় পেল বাংলা ওয়ারিয়র্স-রেভজল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
দ্য স্পোর্টস ক্লাব কেজ ফুটবলে জয় পেল বাংলা ওয়ারিয়র্স-রেভজল

দ্য স্পোর্টস ক্লাব কেজ ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বাংলা ওয়ারিয়র্স ও রেভজল লুব্রিকেন্টস। মাসুদুর রহমান মান্নার জোড়া গোলে জেডএন এন্টারপ্রাইজকে ২-১ গোলে হারিয়েছে বাংলা ওয়ারিয়র্স।

আরেক ম্যাচে এম এ ট্রেডার্স অ্যান্ড কিং অনলাইন সার্ভিসকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রেভজল লুব্রিকেন্টস।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ‘আই’ ব্লকের দ্য স্টেডিয়াম মাঠে ম্যাচের শুরু থেকেই জেডএন এন্টারপ্রাইজের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলা ওয়ারিয়র্স। মাসুদুর রহমান মান্নার গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় বাংলা ওয়ারিয়র্স।
বিরতির পর আরও আক্রমণাত্মকভাবে খেলতে থাকে বাংলা ওয়ারিয়র্স। মাসুদুর রহমান মান্না ফের গোল করলে বাংলা ওয়ারিয়র্স ২-০ গোলে এগিয়ে যায়। খেলার শেষ হওয়ার পাঁচ মিনিট আগে জেডএন এন্টারপ্রাইজের সোগির একটি গোল শোধ করলেও দলের পরাজয় এড়াতে পারেনি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলা ওয়ারিয়র্স।

অপর এক ম্যাচে গাম্বিয়ার স্ট্রাইকার ল্যান্ডিংয়ের হ্যাটট্রিকে এম এ ট্রেডার্স অ্যান্ড কিং অনলাইন সার্ভিসকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে রেভজল লুব্রিকেন্টস। রেভজল লুব্রিকেন্টসের হয়ে মাঠে নামেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা এমিলি, মিঠুন, ওয়ালি ফয়সাল, খলিল ও শাকিল। খেলার প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় রেভজল লুব্রিকেন্টস। বিরতির পর আরও দু’টি গোল হজম করে এম এ ট্রেডার্স অ্যান্ড কিং অনলাইন সার্ভিস। ল্যান্ডিং ছাড়াও রেভজল লুব্রিকেন্টসের হয়ে খলিল ও শাকিল দু’টি করে গোল করেন।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
আরএআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।