ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪: সাতক্ষীরা জেলা মহিলা দল চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪: সাতক্ষীরা জেলা মহিলা দল চ্যাম্পিয়ন

সাতক্ষীরা: জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের কুষ্টিয়া জোনে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বয়সভিত্তিক এ খেলার ফাইনালে স্বাগতিক কুষ্টিয়া জেলা দলকে ২-১ গোলে পরাজিত করে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

নির্ধারিত ৭০ মিনিটের ফাইনাল ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল।      

খেলার দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় শিরিন গোল দিয়ে ১-০ গোলে কুষ্টিয়া জেলা দলকে এগিয়ে নেয়। এর পাঁচ মিনিট পরেই সুমাইয়ার দুর্দান্ত গোলে সমতা ফেরায় সাতক্ষীরা জেলা দল। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে যেতে থাকে। খেলার শেষ মুহূর্তে রাজিয়ার দেওয়া গোলে ২-১ লিড নিয়ে এগিয়ে যায় সাতক্ষীরা জেলা দল। পরে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি কুষ্টিয়া জেলা দল। ফলশ্রুতিতে ২-১ গোল জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় সাতক্ষীরা জেলা দল।  

এসময় সাতক্ষীরা জেলা দলের সঙ্গে ছিলেন টিম ম্যানেজার শেখ মাসুদ আলী, জেলা মহিলা ফুটবল দলের চেয়ারম্যান ফারহা দিবা খান সাথী, কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন শামসসহ অনেকে।

জোন ভিত্তিক এ খেলায় বিজয়ী দল হিসেবে সাতক্ষীরা জেলা দল ঢাকার মূল পর্বে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।