ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আমি ম্যাচটা জিততে চাই: জামাল ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
আমি ম্যাচটা জিততে চাই: জামাল ভূঁইয়া জামাল ভূঁইয়া

ঢাকা: নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শুক্রবার (১৩ নভেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। এই নেপালে বিপক্ষেই বাংলাদেশ টানা তিন ম্যাচ হেরেছে।

এবার এই পরাজয়ের বৃত্তটা ভাঙতে চায় বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়া এমনটাই জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ম্যাচের আগে সাংবাদিকদের এ কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক। ২০১৩ ও ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়ন শিপে ও অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের ফলাফল নিয়ে জামাল পরিষ্কার জানিয়েছেন টানা তিন পরাজয়ের জবাবে ম্যাচ জিততে চান তিনি।  

জামাল ভূঁইয়া বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খেলার জন্য ফিট হয়ে ওঠা। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই আমি জিততে চাই। সবাই ম্যাচ জিততে চায়। আমরা নেপালের কাছে তিন ম্যাচ হেরেছি, সেটা আমার মাথায় আছে এবং আমি ম্যাচটা জিততে চাই।  

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে বাংলাদেশ-নেপাল প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি। আগামী ১৭ নভেম্বর হবে দ্বিতীয় ম্যাচটি।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
আরএআর/জেআইএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।