ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ক্রীড়াঙ্গনের কিংবদন্তিতুল্য বাদল রা‌য়কে জাতি স্মরণে রাখবে: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ক্রীড়াঙ্গনের কিংবদন্তিতুল্য বাদল রা‌য়কে জাতি স্মরণে রাখবে: অর্থমন্ত্রী বাদল রা‌য় ও আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: বাদল রায়কে ক্রীড়াঙ্গনের কিংবদন্তিতুল্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) অর্থমন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক এই তারকা রোববার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। অর্থমন্ত্রী শোক বার্তায় আরো বলেন, ক্রীড়াঙ্গনের কিংবদন্তিতুল্য জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায় তার মেধা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে দেশের ফুটবলের উন্নয়নে যে অবদান রেখেছেন, তা নতুন প্রজন্মের ক্রীড়া প্রেমীসহ জাতি চিরকাল স্মরণে রাখবে।  

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এমআইএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।