ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ম্যারাডোনার সেরা ৫টি গোল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
ম্যারাডোনার সেরা ৫টি গোল (ভিডিও)

ফুটবলের জাদুকর, খেলার দুনিয়ার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তার কোটি কোটি ভক্ত অনুরাগী আজ শোকে কাতর।

ফুটবল জীবনে তিনি অসংখ্য চমকপ্রদ গোল করেছেন। এর মধ্যে ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে একটি গোলের কথা সবাই জানেন। যে গোল তিনি হাত দিয়ে করেছিলেন। রেফারিও তা ধরতে পারেননি। কিন্তু পরে অকপটে সে কথা স্বীকার করেছিলেন ম্যারাডোনা। বলেছিলেন, ওটা ‘ঈশ্বরের হাত’।  

ম্যারাডোনার ভাষায়, “প্রথম গোলটিকে আমি ‘ঈশ্বরের হাত’ হিসেবে অভিহিত করেছিলাম। কেন করেছিলাম তার ব্যাখ্যায় যাচ্ছি। ব্যাখ্যাটা খুবই সরল। ঈশ্বরই তো আমাদের হাত দিয়েছেন। আর আমি ঈশ্বর-প্রদত্ত ওই হাত ব্যবহার করেই গোলটা করেছিলাম। ওটা ঈশ্বরের হাতের গোল নয় তো কী!’

এবার দেখে নেওয়া যাক ম্যারাডোনার সেরা পাঁচটি গোল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।