ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে মুজিববর্ষ বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
শুরু হচ্ছে মুজিববর্ষ বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 'বঙ্গবন্ধু মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা -২০২০' আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে।  

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ-বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাবসহ বিভিন্ন সংস্থার ৯টি দল অংশগ্রহণ করবে। এছাড়াও প্রথমবারের মতো ৩টি মহিলা ভলিবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আশিকুর রহমান মিকু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক এবং ফেডারেশনের যুগ্ম-সম্পাদক অ্যাড. ফজলে রাব্বি বাবুল, কোষাধ্যক্ষ অসীম সাহা, সদস্য মো. জহিরুল ইসলাম চৌধুরী এবং কাজী আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ছয় দিনব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে ১৭ ডিসেম্বর। পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বের ১০, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।