ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কিশোরগঞ্জে হকি প্রশিক্ষণের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
কিশোরগঞ্জে হকি প্রশিক্ষণের উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে মাসব্যাপী হকি প্রশিক্ষণ।

শনিবার (১৯ ডিসেম্বর) এই হকি প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য মো. তারিকউজ্জামান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করেছে কিশোরগঞ্জ জেল ক্রীড়া অফিস। ২০ জন বালক এবং ২০ জন বালিকা এই প্রশিক্ষণে অংশ নিয়েছে। কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা হকি কোচ রিপেল হাসান। এই প্রশিক্ষণ উপলক্ষ্যে খেলোয়াড়দের মাঝে হকিস্টিক, বল, জার্সি বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের ক্রীড়া শিক্ষক মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিক।

প্রশিক্ষণের সার্বিক দায়িত্বে রয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘন্টা,  ডিসেম্বর ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।