ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সাকিব আল হাসানের দাদি আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
সাকিব আল হাসানের দাদি আর নেই সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার/ ফাইল ফটো

মাগুরা: ক্রিকেটার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর।

মৃত রেবেকা নাহারের নাতি (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল মুঠোফোনে  জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলটায় ভুগছিলেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকার নিউরোসাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।

মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন রেবেকা নাহার। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।