ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’র উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’র উদ্বোধন ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: মুজিববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১  প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।  

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ জানুয়ারি) সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এর উদ্বোধন করেন।  

 ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।  

পরে স্থানীয় সংসদ সদস্য স্টেডিয়াম থেকে ৫ কিলোমিটারব্যাপী ম্যারাথন প্রতিযোগিতার সূচনা করেন। ম্যারাথনে অংশ নেওয়া প্রায় আড়াই হাজার প্রতিযোগী নিজেরাই মোবাইল অ্যাপসের মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।