ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন শুরু ১২ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন শুরু ১২ ফেব্রুয়ারি

খুলনা: মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে খুলনা জেলায় আগামী ১২, ১৩, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এবং আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি  উপজেলা পর্যায়ে ম্যারাথন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খুলনা জেলা পর্যায়ে আয়োজিত ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠান আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৮টায় নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হবে। ম্যারাথনটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাদিস পার্কে এসে শেষ হবে। ডিজিটাল পদ্ধতিতে আয়োজিত পাঁচ কিলোমিটার দূরত্বসীমার ম্যারাথনে অংশ নিতে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অংশগ্রহণকারীর নাম, ই-মেইল ঠিকানাসহ বিস্তারিত তথ্য প্রদানের মাধ্যমে  রেজিস্ট্রেশন করতে হবে। ম্যারাথনে সব বয়সের মানুষ অংশ নিতে পারবেন।

সভায় বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মো. সাজিদ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা প্রাণিসম্পদ অফিসার এসএম আউয়াল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এএনএম ওয়াসিম ফিরোজ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।