ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দ্বিতীয় রাউন্ডে নাদাল, জয়ে শুরু চ্যাম্পিয়ন কেনিনের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
দ্বিতীয় রাউন্ডে নাদাল, জয়ে শুরু চ্যাম্পিয়ন কেনিনের রাফায়েল নাদাল

লাসলো দেরেকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল। রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন নিয়ে কোর্টের লড়াই শুরু করেছেন তিনি।

 

পিঠের চোটের কারণে গত সপ্তাহে এটিপি কাপে খেলেননি এই স্প্যানিয়ার্ড। তবে রড লাভার অ্যারেনায় প্রথম রাউন্ড শুরু করেই দেরেকে ৬-৩, ৬-৪ ও ৬০১ ব্যবধানে হারিয়েছেন নাদাল। ৩৪ বছর বয়সী তারকা দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন ভিক্টর ট্রুইকি বা মাইকেল এমমোহ।  

মেলবোর্ন পার্কে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন চতুর্থ বাছাই রাশিয়ার তারকা ড্যানিল মেদভেদেভ এবং তার স্বদেশি আন্দ্রে রুবলেভ।  

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে ঘাম ঝরানো জয় পেয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন। তবে লড়াই করে হেরেছেন সাবেক চ্যাম্পিয়ন ভিক্তোরিয়া আজারেঙ্কা।  

মার্কিন তরুণী কেনিন ৭-৫ ও ৬-৪ সেটে হারিয়েছেন অস্ট্রেলিয়ান ‘ওয়াইল্ডকার্ড’ ম্যাডিসন ইঙ্গলিসকে। এই লড়াই জয়ের পর শতভাগ মানসিক চাপে ছিলেন জানিয়েছেন ২২ বছর বয়সী তারকা।  

অন্যদিকে শ্বাসকষ্ট নিয়েও লড়ে গেছেন আজারেঙ্কা। এমনকি ইনহেলারও নিতে হয়েছে তাকে। তবে জয় পাননি দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। জেসিকা পেগুলার বিপক্ষে ৭-৫ ও ৬-৪ সেটে হেরেছেন আজারেঙ্কা।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।