ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নারী বিদ্বেষী মন্তব্য: পদত্যাগ করছেন টোকিও অলিম্পিকের প্রধান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
নারী বিদ্বেষী মন্তব্য: পদত্যাগ করছেন টোকিও অলিম্পিকের প্রধান ইয়োশিরো মোরি

নারীদের সম্পর্কে ‘অসঙ্গত’ মন্তব্য করে সমালোচনার জেরে পদত্যাগ করেছেন টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির প্রধান ৮৩ বছর বয়সী ইয়োশিরো মোরি। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জাপান টাইমস এক প্রতিবেদনে জানায়, আগামী শুক্রবার পদত্যাগ করবেন তিনি।

 

গত সপ্তাহে নারী বিদ্বেষী মন্তব্য করে বসেন মোরি। নারীরা অত্যধিক কথা বলেন এবং সভায় বোর্ড পরিচালক নারীরা ‘অনেক সময় নেন’ মন্তব্য করেন তিনি। এমন বেঁফাস কথা বলে সমালোচনার মুখে পড়েন মোরি।  

পরে প্রতিবাদীদের কঠোর সমালোচনার মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেও পদত্যাগ করবেন না জানিয়ে দেন তিনি। তবে ধীরে ধীরে তার বিরুদ্ধে প্রতিবাদ বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো তাকে। এখন আনুষ্ঠানিকভাবে অলিম্পিক কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী মোরি।  

মোরির এমন অসঙ্গত মন্তব্যের সমালোচনা করেন টয়োটা-সহ অলিম্পিকের কয়েকটি প্রধান স্পন্সরও।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।