ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিতে ওসাকার মুখোমুখি সেরেনা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
অস্ট্রেলিয়ান ওপেন: সেমিতে ওসাকার মুখোমুখি সেরেনা সেরেনা উইলিয়ামস

দুর্দান্ত পারফর্ম্যান্সে দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে যাওয়ার পথে মার্কিন কৃষ্ণকলি মুখোমুখি হবেন নাওমি ওসাকার।

 

রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নে বিভোর সেরেনা ৬-৩ ও ৬-৩ সেটে হারিয়েছেন রোমানিয়ান তারকা হালেপকে। এই জয়ের পর ১০ম বাছাই ৩৯ বছর বয়সী তারকা বলেন, ‘আমি মনে করি, টুর্নামেন্টে নিজের সেরা ম্যাচ খেলেছি। ’

এর আগে মেলবোর্ন পার্কে মাত্র ৬৬ মিনিটে তাইওয়ানের শিয়েহ শু-উইকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন ওসাকা। তৃতীয় বাছাই জাপানিজ কন্যা জিতেছেন ৬-২ ও ৬-২ সেটে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।