ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জোকোভিচ নোভাক জোকোভিচ

আলেক্সান্দার জাভেরভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। আসরের আটবারের চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে জিতেছেন ৬-৭ (৬-৮), ৬-৪, ৬-২ ও ৭-৬ সেটে।

মেলবোর্নে ষষ্ঠ বাছাই জার্মান তারকা জাভরেভের বিপক্ষে পুরো লড়াইয়ে মানসিক ও শারীরিকভাবে খুবই প্রাণোচ্ছল দেখা গেছে শীর্ষ বাছাই জোকোভিচকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা শেষ চারে মুখোমুখি হবেন আসলান কারাতসভের। চোটে পড়া গ্রিগর দিমিত্রভকে ৪ সেটে হারিয়েছেন এই রাশিয়ান বাছাই।  

গ্র্যান্ড স্ল্যামের উন্মুক্ত যুগে পুরুষ এককে অভিষেকেই সেমিফাইনাল ওঠে ইতিহাস গড়েছেন র‌্যাংকিংয়ে ১১৪তম স্থানে কারাতসেভ।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।