ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মৌলভীবাজারে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি খেলার উদ্বোধন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
মৌলভীবাজারে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি খেলার উদ্বোধন বেলুন উড়িয়ে কাবাডি খেলার উদ্বোধন করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২১-এর সুরমা জোন পর্যায়ের (পুরুষ ও নারী) কাবাডি খেলার উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। শনিবার (৬ মার্চ) বিকেলে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপেজলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটি আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া।

কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান আগামী মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।