ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বরিশালে খেলোয়াড়দের মধ্যে আর্থিক অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ১, ২০২১
বরিশালে খেলোয়াড়দের মধ্যে আর্থিক অনুদান বরিশালে খেলোয়াড়দের মধ্যে আর্থিক অনুদান। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: প্রধানমন্ত্রী পক্ষ থেকে কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের মধ্যে দেড় লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

শনিবার (১ মে) দুপুরে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশালের সহযোগিতায় কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত খেলোয়াড় ও স্টাফদের মধ্যে এ অনুদান প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসীম উদ্দীন হায়দার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি জেলা প্রশাসক সার্বিক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস।

বিশেষ অতিথি ছিলেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনডিসি) মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস প্রমুখ।

সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অর্থিক সাহায্য তুলে দেন জেলা প্রশাসক।  

এসময় ফুটবল, ক্রিকেটার খেলোয়াড় ও স্টেডিয়ামের স্টাফসহ অন্যান্যদের মধ্যে দুই হাজার টাকা করে মোট এক লাখ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ০১, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।