ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মেসি-রোনালদোকে হটিয়ে শীর্ষ ধনী অ্যাথলেট ম্যাকগ্রেগর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ১৩, ২০২১
মেসি-রোনালদোকে হটিয়ে শীর্ষ ধনী অ্যাথলেট ম্যাকগ্রেগর

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে হটিয়ে ফোবর্সের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলেট হিসেবে নিজের নাম লেখালেন কনর ম্যাকগ্রেগর। গত এক বছরে আইরিশ মিক্সড মার্শাল তারকার খেলা ও বিভিন্ন সম্পন্সর থেকে পাওয়া অর্থ ছিল ১২৮ মিলিয়ন পাউন্ড।

ম্যাকগ্রেগরের পরের দুটি স্থানে রয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি (৯২.৪ মিলিয়ন) ও জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো (৮৫.৩ মিলিয়ন)। শীর্ষ পাঁচে রয়েছেন যথাক্রমে এনএফএল তারকা ডাক প্রেসকট (৭৬.৪ মিলিয়ন) ও বাস্কেটবল তারকা লেব্রন জেমস (৬৮.৬ মিলিয়ন)।

শীর্ষ দশে পরের পাঁচটি অবস্থানে রয়েছেন নেইমার, রজার ফেদেরার, লুইস হ্যামিল্টন, টম ব্রাডি ও কেভিন ডুরান্ট।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ১৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।