ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ২৮, ২০২১
শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মিলন দাস গুপ্ত, সাবেক জাতীয় ফুটবলার ইকরাম রানা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাবেক ফুটবলার ও পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি মিজানুর রহমান মিজান, সহকারী রেফারি আবুল কাশেম, এবাদুর রহমান চৌধুরী, মো. সিরাজুল ইসলাম সেলু।

উদ্বোধনী খেলায় শ্রীমঙ্গল পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করে সাতগাঁও ইউনিয়ন দল।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এই টুর্নামেন্টে শ্রীমঙ্গল পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়নের মোট ১০টি দল অংশগ্রহণ করেছে। প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (২৮ মে) থেকে চার দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ২৮, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।