ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মিডিয়া বয়কট বিতর্কে ফরাসি ওপেন না খেলার ঘোষণা ওসাকার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুন ১, ২০২১
মিডিয়া বয়কট বিতর্কে ফরাসি ওপেন না খেলার ঘোষণা ওসাকার

এবার ফরাসি ওপেনে না খেলার ঘোষণা দিয়েছেন বিশ্বের ২ নাম্বার নারী বাছাই নাওমি ওসাকা। খেলা শেষে নির্ধারিত সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই জাপানি টেনিস তারকা।

রোববার ফরাসি ওপেনে নিজের প্রথম ম্যাচে জেতার পর ঘোষণা মতো সংবাদ সম্মেলনেও যাননি। এরপর নাওমি ওসাকার ১৫ হাজার ডলার জরিমানা করে বহিষ্কারের হুমকি দিয়েছিল আয়োজক কর্তৃপক্ষ। এবার ২৩ বছর বয়সী নাওমি ওসাকা নিজেই ফরাসি ওপেন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, সংবাদ সম্মেলনে অংশ নিলে মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

ফরাসি ওপেনের প্রথম ম্যাচে নাওমি ওসাকা জয় পেয়েছিলেন সহজেই। সোমবার টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে  তিনি টুইট করে লেখেন, ‘২০১৮ সালের ইউএস ওপেন থেকে আমি মানসিক অবসাদে ভুগছি। আয়োজক কর্তৃপক্ষকে হয়তো আরও ভালোভাবে বিষয়টি বুঝিয়ে বলা উচিত ছিল। তবে আমি আমার এ সমস্যাকে এড়িয়ে যেতে পারি না। আমি সরে গেলে এই প্রতিযোগিতা, অন্য টেনিস খেলোয়াড় এবং বাকি সকলের জন্য ভাল হবে। সকলে তাহলে খেলায় মন দিতে পারবে’।

প্রথম পর্বে প্যাট্রিসিয়া মারিয়া টিগকে হারিয়ে দেন ওসাকা। ৬-৪, ৭-৬ ব্যবধানে জয় পান তিনি।

বিশ্বসেরা খেলোয়াড় সেরেনা উইলিয়ামসকে হারিয়ে দিয়ে দ্রুত আলোচনায় চলে এসেছিলেন নাওমি ওসাকা। ফরাসি ওপেন থেকে নাওমি সরে যাওয়ার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। নাওমি ওসাকার প্রতি সমর্থন জানিয়ে সেরেনা বলেছেন, ''আমি ওর কাছে থাকলে ওকে জড়িয়ে ধরতাম। '' শুধু সেরেনাই নন, অন্য তারকা খেলোয়াড়রাও সমর্থন জানিয়েছেন নাওমি ওসাকার প্রতি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।