ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফরাসি ওপেনের শেষ ষোলোয় নাদাল-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুন ৬, ২০২১
ফরাসি ওপেনের শেষ ষোলোয় নাদাল-জোকোভিচ

ফরাসি ওপেনে ভিন্ন ম্যাচে সহজ জয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।

শনিবার রোলাঁ গাঁরোয় ব্রিটেনের ক্যামেরন নরিকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন তৃতীয় বাছাই নাদাল।

অন্যদিকে শীর্ষ বাছাই জোকোভিচ ৬-১, ৬-৪, ৬-১ গেমে জেতেন লিথুনিয়ার রিকার্দাস বেরানকিসের বিপক্ষে।

এই টুর্নামেন্টের গত আসরের ফাইনালে জোকোভিচকে হারিয়ে টেনিস এককে রজার ফেদেরারের সর্বোচ্চ (২০) গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। একই সঙ্গে ক্লে কোর্টের রাজা ফরাসি ওপেনে শিরোপা জয়ের রেকর্ডটাকে নিয়ে যান সবার ধরাছোঁয়ার বাইরে, ১৩টি।

এবারে নাদাল ও জোকোভিচের সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ০৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।