ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে সাঁতার প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুন ১৪, ২০২১
গোপালগঞ্জে সাঁতার প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৪ জুন) সকালে গোপালগঞ্জ সুইমিংপুল অ্যান্ড জিমনেসিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করে গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা।  

এ সময় গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
প্রতিযোগিতা জেলার পাঁচ উপজেলার ৪০ জন সাঁতারু অংশ নেন। এছাড়া মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণেরও আয়োজন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।