ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মিশ্র ইভেন্ট থেকে রোমান-দিয়া জুটির বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
মিশ্র ইভেন্ট থেকে রোমান-দিয়া জুটির বিদায়

টোকিও অলিম্পিকে আর্চারির মিশ্র দ্বৈত ইভেন্টের শেষ ষোলো থেকে ছিটকে গেছেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী।  

শনিবার সকালে দক্ষিণ কোরিয়ার অন সান ও কিম জে ডিওক জুটির কাছে ৬-০ সেট পয়েন্টে হেরেছেন রোমান-দিয়া।

ফলে শেষ ১৬ থেকে বিদায় নিতে হয় তাদের।   আর্চারির মিশ্র দ্বৈতে নবম স্থানে থেকে ইভেন্ট শেষ করেছেন সানা ও দিয়া।

প্রথম সেটে ৩৮ পয়েন্ট তুলে নেয় দক্ষিণ কোরিয়া। রোমান-দিয়া জুটি ৩০ পয়েন্টে থেমে যায়। পরের সেটে ব্যবধান কমে আসে ২ পয়েন্টে। অন সান ও কিম জে ডিওক জুটির পয়েন্ট ৩৫, বাংলাদেশের ৩৩।  

শেষ সেটে বাংলাদেশ দারুণ লড়াই করে। দক্ষিণ কোরিয়ার ৩৯ পয়েন্টের বিপরীতে রোমান-দিয়া জুটির পয়েন্ট ৩৮। কিন্তু ম্যাচটা ততক্ষণে হেরে যান বাংলাদেশি দুই আর্চার।

রোমান আর দিয়ার লক্ষ্যভেদেই অস্ট্রেলিয়া, কানাডা, পোল্যান্ড, স্পেনের মতো দলগুলোকে পেছনে ফেলে বাংলাদেশ অলিম্পিকের মিশ্র দ্বৈতের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল। এর আগে কোনো অলিম্পিকের অন্য কোনো ইভেন্টেই শেষ ষোলোতে উঠতে পারেননি বাংলাদেশের কোনো অ্যাথলেট। সেই হিসেবে নতুন রেকর্ড গড়েছেন দেশের শীর্ষ দুই আর্চার। তবে এর বেশি যেতে পারলেন না তারা।

মিশ্র লড়াই থেকে ছিটকে গেলেও পুরুষ ও নারী এককে দুইজনই টিকে আছেন। ২৭ জুলাই রোমান পুরুষ এককের লড়াইয়ে নামবেন। আর দিয়া নামবেন ২৯ জুলাই।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।