ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

১১৩ বছর পর ফ্রি-স্টাইল রিলের সোনা জিতল ব্রিটেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
১১৩ বছর পর ফ্রি-স্টাইল রিলের সোনা জিতল ব্রিটেন সংগৃহীত ছবি

১৯০৮ অলিম্পিকের সাতারে ৩টি সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন। এর মধ্যে একটি ছিল ৪*২০০ মিটার ফ্রি-স্টাইলে।

এরপর ১১৩ বছর কেটে গেলেও সেই কীর্তি আর স্পর্শ করা হয়নি তাদের। এতদিনে তাদের সেই আক্ষেপ ঘুচলো।  

টোকিওর অলিম্পিক পুলে বুধবার ৪*২০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে ৬ মিনিট ৫৮.৫৫ সেকেন্ড সময় নিয়ে ব্রিটেনের টম ডিন, ডানকান স্কট, জেমস গাই এবং ম্যাথু রিচার্ডস রেকর্ড গড়তে না পারলেও সোনা জিতেছেন। বিশ্ব রেকর্ড থেকে মাত্র ০.০৩ সেকেন্ড দূরে ছিলেন তারা।  

৩.২৩ সেকেন্ড ব্যবধানে পেছনে থাকায় ইভেন্টের রুপা জিতেছে রাশিয়ান অলিম্পিক কমিটি। আর ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।  

ব্রিটেনের টম ডিন আবার ব্যক্তিগত ২০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতেছেন। ১৯০৮ সালের পর এই প্রথম ব্রিটেনের কোনও সাতারু একই অলিম্পিক গেমসে দুটি সোনা জেতার কীর্তি গড়েছেন। আর ডানকান স্কট রুপা জিতেছেন।

একইসঙ্গে ১১৩ বছর পর এই প্রথম অলিম্পিকের এক আসরে সাতারে ৩টি সোনা জেতার স্বাদ পেল গ্রেট ব্রিটেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।