ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফের ইসরায়েলি খেলোয়াড়কে বয়কট করলেন মুসলিম অ্যাথলেট! 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
ফের ইসরায়েলি খেলোয়াড়কে বয়কট করলেন মুসলিম অ্যাথলেট!  আবদুল্লাহ মিনিয়াতো

এবার ইসরায়েলের এক জুডো খেলোয়াড়কে বয়কট করলেন লেবাননের খেলোয়াড় আবদুল্লাহ মিনিয়াতো। অবশ্য এটি টোকিও অলিম্পিকে নয়, বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে।

চলমান টোকিও অলিম্পিক গেমসের আসরেই ইসরায়েলি জুডো খেলোয়াড়কে বয়কট করেছেন সুদানের খেলোয়াড় মোহাম্মাদ আবদুর রসূল ও আলজেরিয়ার খেলোয়াড় ফেথি নুরাইন।

গত শনিবার সোফিয়াতে ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয় এবং এতে একজন ইসরায়েলি খেলোয়াড়ের নাম আসে প্রতিদ্বন্দ্বী হিসেবে। এরপরই লেবাননের তরুণ খেলোয়াড় মিনিয়াতো ও তার কোচ মুহাম্মাদ আল-গারবি ম্যাচ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।