ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

অলিম্পিকে টম্পসনের ‘ডাবল-ডাবল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
অলিম্পিকে টম্পসনের ‘ডাবল-ডাবল’

টোকিও অলিম্পিকে ডাবলের দেখা পেলেন এলাইন টম্পসন-হেরা। এ নিয়ে অলিম্পিকে দ্বিতীয়বারের মতো ডাবলের দেখা পান তিনি।

 

আজ মঙ্গলবার ২০০ মিটার স্পিন্টে সোনা জিতে নেন টম্পসন। এর আগে ১০০ মিটার স্পিন্টেও পদকটি নিজের করে নেন জ্যামাইকান এ তারকা স্প্রিন্টার।  

২১.৫৩ সেকেন্ডে দৌড় শেষ করে এ পদক জিতে নেন ২৯ বছর বয়সী টম্পসন। আর মাত্র ০.১৯ সেকেন্ড এগিয়ে থাকলে তিনি ভাঙতে পারতেন গ্রিফিথ জয়নার্সের বিশ্বরেকর্ড। যদিও ব্যক্তিগতভাবে এটি তার সেরা টাইমিং। তবে ইতিহাসের দ্বিতীয় সেরা টাইমিং।

২১.৮১ সেকেন্ড টাইমিং নিয়ে রুপা জিতেছেন নামিবিয়ার ক্রিস্টাইন এমবোমা। আর ২১.৮৭ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতে নেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল টমাস।

২০১৬ সালের রিও অলিম্পিকে শেষবার ডাবলের দেখা পেয়েছেন টম্পসন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।