ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন রোমান, মাবিয়া, আকবররা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন রোমান, মাবিয়া, আকবররা

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ ঘোষণা করা হয়েছে। এবার সাতটি বিভাগে ১০ জন ও দুইটি প্রতিষ্ঠান পেয়েছে সম্মাননা।

আগামীকাল বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারপ্রাপ্তরা ১ লক্ষ টাকা ও সম্মাননা স্মারক পাবেন।

এবার আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। সেরা ফেডারেশন নির্বাচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেরা ক্রীড়াবিদের পুরস্কার পাচ্ছেন তিনজন। এরা হচ্ছেন রোমান সানা, মাবিয়া আক্তার এবং মাহফুজা খাতুন শিলা। সেরা ক্রীড়া সংগঠকের পুরস্কার পেয়েছেন মঞ্জুর কাদের ও কা শৈলা।

এছাড়া সেরা উদীয়মান ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ক্রিকেটার আকবর আলী, দাবাড়ু ফাহাদ রহমান এবং ফুটবলার উন্নতি খাতুন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।