ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

জিতলেই সিরিজ জয়, সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২১
জিতলেই সিরিজ জয়, সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা

ঢাকা: একদিন বিরতির পর শুক্রবার (০৬ আগস্ট) পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।  

প্রথমবারের মতো ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়াকে টানা দুই ম্যাচে হারিয়ে দক্ষতার প্রমাণ দিয়েছে বাংলাদেশের টাইগাররা।

অজিদের বিপক্ষে সিরিজ জয়ী হয়ে নতুন রেকর্ড গড়তে বাংলাদেশ দলের দরকার শুধু আর একটি ম্যাচে জয়। এই সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ দল। এজন্য তৃতীয় ম্যাচেই জয় পেতে নানা রকম প্রস্তুতি নিয়ে মাঠে নামবে টাইগাররা।

এদিকে, দুই ম্যাচে টানা পরাজয়ের তিক্ত স্বাদ মুছে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় অস্ট্রেলিয়া। তাই বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেন না অজিরা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।