ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এশিয়ান আর্চারিতে প্রথম পদক পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এশিয়ান আর্চারিতে প্রথম পদক পেল বাংলাদেশ

এশিয়ান আর্চারিতে এবার চমক দেখিয়েছে বাংলাদেশ। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে পদক এনে দিলো নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়া সিদ্দিকী।

রিকার্ভ মহিলা দলগত বিভাগে ব্রোঞ্জ জিতে শুরু করেন তারা। এরপর একই পদক এসেছে রিকার্ভ পুরুষ দলগত বিভাগেও।  

এর আগে রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে কোয়ালিফাই করে একটি পদক আগে থেকেই নিশ্চিত করে রেখেছিলেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। এরই মধ্যে দুইটি দলীয় পদক জিতে নিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৭ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে ব্রোঞ্জের লড়াইয়ে ভিয়েতনামকে ৫-৩ ব্যবধানে হারান দিয়া, নাসরিন ও বিউটি। সেমি-ফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিলেন তারা।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগে কাজাখস্থানকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। রোমান সানা ও রামকৃষ্ণ সাহা ও রুবেলে গড়া দল জিতেছে ৬-২ সেট পয়েন্টে।

আগামী ১৯ নভেম্বর রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে কোরিয়ার জুটির মুখোমুখি হবে রুবেল ও দিয়া।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।