ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আইজিপি কাপ কাবাডির চ্যাম্পিয়ন সোনাগাজী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
আইজিপি কাপ কাবাডির চ্যাম্পিয়ন সোনাগাজী

ফেনী: আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক, বালিকা) অনূর্ধ্ব-১৯ ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত খেলায় ফেনী জেলার ছয়টি উপজেলা কাবাডি দল অংশগ্রহণ করে।

খেলার প্রথম রাউন্ডে বিজয়ী হয়ে সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় ফুলগাজী উপজেলা কাবাডি দল বনাম ফেনী সদর উপজেলা কাবডি দল এবং সোনাগাজী উপজেলা কাবাডি দল বনাম পরশুরাম উপজেলা কাবাডি দল।

ফেনীর পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থাসহ. সভাপতি মোহাম্মদ  আবদুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

কাবাডি উপ-কমিটির আহবায়ক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

বিকাল ৪ টায় ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফেনী সদর উপজেলা কাবাডি দল বনাম সোনাগাজী উপজেলা কাবডি দল। সোনাগাজী উপজেলা কাবাডি দল ৪৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ফেনী সদর উপজেলা কাবাডি দল ২৩ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ-উল হাসান বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

ফেনীর পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থাসহ. সভাপতি মোহাম্মদ  আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসএইচডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।