ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

খেলা দেখার সময় গ্যালারিতে দর্শকের হার্ট অ্যাটাক!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
খেলা দেখার সময় গ্যালারিতে দর্শকের হার্ট অ্যাটাক!

প্রিমিয়ার লিগে চেলসি বনাম ওয়াটফোর্ড ম্যাচ দেখার সময় গ্যালারিতে এক সমর্থকের হার্ট অ্যাটাক হয়েছে।  

স্বাগতিক দলের অ্যাডাম মেসিনা চোট পেয়ে যখন প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন তখন গ্যালারিতে দর্শক ও সমর্থকরা হইচই শুরু করেন।

 

দুই দলের ক্লাবের চিকিৎসক দল তড়িঘড়ি গ্যালারিতে গিয়ে জরুরি চিকিৎসা দেন ওই দর্শককে। এ সময় ৩০ মিনিটের বেশি সময় ধরে খেলা বন্ধ থাকে।  

ওয়াটফোর্ডের মাঠ ভিকারেজ রোডে ম্যাচের ১২ মিনিটে এ ঘটনা ঘটে।

শেষ পর্যন্ত ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারায় চেলসি। প্রথমার্ধে ম্যাসন মাউন্ট ও বিরতির পর হাকিম জিয়েখ চেলসির হয়ে গোল করেন। এ জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইল চেলসি।

ওয়াটফোর্ডের পক্ষ থেকে টুইটারে জানানো হয়, হার্ট অ্যাটাকের শিকার হওয়া সমর্থক এখন আশঙ্কামুক্ত। চিকিৎসক দল, খেলোয়াড় ও সমর্থকদের ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।