ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জাপানের বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
জাপানের বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরেই চলেছে বাংলাদেশ। আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তবু লড়াই করে হেরেছিল স্বাগতিকরা।

কিন্তু জাপানের বিপক্ষে লড়াইও করতে পারলেন না জিমি-খোরশেদরা।  

শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার জাপানের কাছে ৫-০ গোলে হেরেছে গোবিনাথান ইমানের দল।  

প্রথম কোয়ার্টারে কিছুটা লড়াই করে বাংলাদেশ। ওই কোয়ার্টার গোলশূন্য থেকে যায়। কিন্তু ২১তম মিনিটে এগিয়ে যায় জাপান। কেন নাগাইয়োশির পাসে কেনতা তানাকা লক্ষ্যভেদ করেন ।

২৩তম মিনিটে পিসি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাইকি ফুজিমা। তৃতীয় কোয়ার্টারে কাতো রাইওসেইয়ের দুই গোলে ব্যবধান আরও বাড়ায় জাপান। চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোলে সেরেন তানকা গোল করতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

এর আগে ভারতের কাছে ৯-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-২ গোলে হারে বাংলাদেশ।

আগামী রোববার নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।