ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কোভিডে আক্রান্ত নাদাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
কোভিডে আক্রান্ত নাদাল

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রাফায়েল নাদাল। এই স্প্যানিশ তারকা নিজেই টুইটারে খবরটি নিশ্চিত করেছেন।

তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন। কিন্তু জানুয়ারিতে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে তার অংশগ্রহণ আরো বড় প্রশ্নের মুখে পড়ে গেল।

এর আগে বাঁ পায়ের চোট সারিয়ে চার মাস পরে কোর্টে ফিরেছেন নাদাল। গত সপ্তাহে আবুধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টেনিসে খেলেছেন। সেখান থেকে স্পেনে ফেরার পর তার যে পিসিআর পরীক্ষা হয়েছে, তার ফল পজিটিভ এসেছে। আর এক সপ্তাহের মধ্যে বিশেষ বিমানে খেলোয়াড়দের অস্ট্রেলিয়া যাওয়ার কথা।

আবুধাবির টুর্নামেন্টে অ্যান্ডি মারে ও ডেনিস শাপোভালভের কাছে  নাদাল হেরে যান। তার পরেই তিনি জানিয়েছিলেন, বছরের প্রথম গ্র্যান্ড স্লামে তার খেলা অনিশ্চিত। এ বছর ফরাসি ওপেনের সেমিফাইনালে তিনি হেরে যান। এরপর উইম্বলডন, অলিম্পিক ও ইউএস ওপেন থেকে নাম তুলে নিতে বাধ্য হন।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।