ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কীসের পেছনে ছুটছেন সাকিব?

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
কীসের পেছনে ছুটছেন সাকিব?

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় উঠে আসেন বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি তেমনই ভাইরাল হয়েছে তার পেইজ থেকে আপলোড করা ছোট্ট একটি ভিডিও ক্লিপ।

কয়েক সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, গহীন জঙ্গলে কিছু একটা ধরার জন্য ছুটছেন সাকিব। কীসের জন্য এবং কী পাওয়ার জন্য সাকিবের এই প্রাণপণ দৌড়, এ নিয়েই আলোচনা এখন তুঙ্গে।

এদিকে সোশ্যাল মিডিয়ার অনেকেই ভিডিওটি শেয়ার করছেন। শেয়ার করা ওই ভিডিওতে ভক্তদের বিভিন্ন ক্যাপশনগুলো দেখা যায়, ‘আবার কী হলো?’ ‘কই যাচ্ছে সাকিব?’, ‘টাইগার কি বাঘরে ধাওয়া করতেছে নাকি?’, ‘আর কতো দৌড়াইবেন বস্?’।

ভিডিওর কমেন্ট সেকশনেও থাকছে ভক্তদের নানারকম জিজ্ঞাসা ও অনুমান নির্ভর কমেন্টস।

কিন্তু আসলেই কী হচ্ছে? আর এই ভিডিওর রহস্যই বা কী!

এ ব্যাপারে জানার জন্য সাকিব আল হাসানকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে বিপিএল নিয়ে ব্যস্ততায় তিনি মোবাইল ফোন থেকে দূরে আছেন।

এদিকে মাঠের বাইরে সবসময়ই সাকিবকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। তবে এবার কী এমন হলো অনেকেই বুঝে উঠতে পারছেন না। ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত আছেন এই অলরাউন্ডার। তবে কী এটি তার নতুন কোনো ব্র্যান্ডের প্রচারণা? জানার অপেক্ষায় সবাই।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।