ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বাংলাদেশকে পদক এনে দিলেন শুটার নাফিসা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
বাংলাদেশকে পদক এনে দিলেন শুটার নাফিসা

আইএসএসএফ গ্রাঁ-প্রিঁ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের নাফিসা তাবাসসুম।  

ইন্দোনেশিয়ার জাকার্তার আসরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন এই নারী শুটার।

ফাইনালে চার প্রতিযোগির মধ্যে কম্পিটিশন রাউন্ডে এলিমিনেশন রাউন্ডে মোট ৩৭ স্কোর তুলে সোনা জয়ের লড়াই থেকে ছিটকে যান নাফিসা। ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাকে।  

নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন রোমানিয়ার জর্জিটা লরা, তিনি স্কোর তুলেছেন ৪৯। রুপা জিতেছেন ইন্দোনেশিয়ার খায়রুন্নেসা সালসাবিলা, তার স্কোর ৪৫.৫।

একই ইভেন্টের সেমিফাইনালে নাফিসার সঙ্গে খেলেছেন বাংলাদেশের আরেক নারী শুটার সাজিদা হক। সাজিদা থেমেছেন সেমিফাইনালেই।

আজ ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের দুই পুরুষ শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান মুন্নাও থেমেছেন সেমিফাইনালেই। এই ইভেন্টে সোনা জিতেছেন থাইল্যান্ডের শুটার নাপিস তোরতুংপানিচ এবং রুপা জিতেছেন ইন্দোনেশিয়ার শুটার গুসতাফিয়ান ফাতুর।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।