ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইন্দোনেশিয়ায় আরও এক পদক জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
ইন্দোনেশিয়ায় আরও এক পদক জিতলো বাংলাদেশ

আইএসএসএফ গ্রাঁ-প্রিঁ চ্যাম্পিয়নশিপে আরও এক পদক জিতলো বাংলাদেশ। এবার ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ দলগত ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশি শুটাররা।

আজ শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় সোনা জয়ের লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলছিলেন শোভন চৌধুরী-রাব্বি হাসান মুন্না ও ইউসুফ আলীরা। লড়াইয়ে শেষ পর্যন্ত সিঙ্গাপুর জিতে যায়। ১৪ স্কোর গড়ে রুপা পদক অর্জন করেন বাংলাদেশের শুটাররা।  

এর আগে  আজ সকালেই এই ইভেন্টে দলগতভাবে ব্রোঞ্জ জিতেছিলেন নারী শুটাররা। সৈয়দা আতকিয়া দিশা, নাফিসা তাবাসসুম ও সাজেদা হকের সম্মিলিত স্কোর তুলে ৬১৮.২।   

এখন পর্যন্ত টুর্নামেন্টে একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ মিলিয়ে মোট চারটি পদক জিতেছে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।