ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দিন বদলের ছোঁয়া লেগেছে ক্রিকেটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
দিন বদলের ছোঁয়া লেগেছে ক্রিকেটে

শরীয়তপুর: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, দিন বদলের ছোঁয়া লেগেছে বাংলাদেশের ক্রিকেটে। এক সময়ের মৃত ক্রিকেটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে গেছেন বিশ্ব দরবারে।

তার সরকারের আমলেই বাংলাদেশ প্রথম বিশ্বকাপে অংশ নেয়।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের প্রতিটি সেক্টর যেমন এগিয়েছে, তেমনি এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা স্মরণীয়। খেলোয়াড়দের উৎসাহ যোগানোর পাশাপাশি তিনি বরাদ্দ বাড়িয়েছেন ক্রিকেটে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তাই বাংলাদেশের খেলা দেখতে তিনি ছুটে যান খেলার মাঠে। একজন সাধারণ দর্শকের মতো খেলোয়াড়দের উৎসাহ দিতে হাততালি দেন মাঠে বসে, যোগ করেন উপমন্ত্রী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নে চরআত্রা আজিজিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, আমরা খুব ভাগ্যবান জাতি। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুও একজন ক্রীড়াপ্রেমী ছিলেন। শেখ কামালও খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর পরিবার যেভাবে ক্রীড়া অনুরাগী এবং ক্রীড়ার সঙ্গে যুক্ত, সারাবিশ্বে দ্বিতীয় এমন কোনো রাজনৈতিক পরিবার নেই। তাই বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।  
 
আয়োজক কমিটি ও চরআত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিল মুন্সীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা দীপু মুন্সীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সদস্য ও চরআত্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান রাশেদ আজগর সোহেল মুন্সী, পূর্তগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিকউল্যাহ মুন্সী, আওয়ামী লীগ নেতা রিয়াজ মুন্সী, আদিল মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান চৌধুরী ও নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম।


এনামুল হক শামীম বলেন, বাংলাদেশ ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ সকল খেলায় সাফল্য অর্জন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানকে "হোয়াইট ওয়াশ" করে, ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে। সাকিব আল হাসান, মাশরাফি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহরা তাদের খেলার কারিশমা দিয়ে দেশের মর্যাদা বিশ্বে উজ্জ্বল করছেন। আমাদের নারী ক্রিকেট দলও বসে নেই। তারাও দেশ-বিদেশে সুনাম অর্জন করছেন। মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলার বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের যুব সমাজের একাংশ মাদকের প্রতি দিনদিন ঝুঁকে যাচ্ছে। আর এ মরণ নেশা থেকে পরিত্রাণ পেতে হলে খেলার প্রসার বাড়াতে হবে। খেলা শরীর সুস্থ রাখে, মনে প্রশান্তি আনে।  

আয়োজক কমিটিতে ছিলেন, মনির মুন্সী, নুরুল আমিন মুন্সী, রাসেল মুন্সী, মাস্টার জিয়াউর রহমানসহ অনেকে।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় চরআত্রা মানিক গোলদার স্পোর্টিং ক্লাব ও কাঁচিকাটা ন্যাশনাল স্পোর্টিং ক্লাব। এ টুর্নামেন্টে ১৭টি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।