ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

পাঠ্যবইয়ে মারিয়া-সানজিদাদের গল্প

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
পাঠ্যবইয়ে মারিয়া-সানজিদাদের গল্প

ময়মনসিংহের কলসিন্দুর গ্রাম থেকে উঠে আসা নারী ফুটবলারদের গল্প এবার জায়গা করে নিল দেশের পাঠ্যবইয়ে। নতুন শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে উঠে এসেছে সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তোহুরা খাতুনদের জীবন যুদ্ধ ও সাফল্যের কথা।

নিজেদের ফুটবল জীবনের গল্প পাঠ্যবইয়ে জায়গা পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সানজিদা-মারিয়ারা।  

সানজিদা আক্তার তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, 'কলসিন্দুরের এলাকার মেয়ে হিসেবে আমি গর্ব অনুভব করছি। '

গত ডিসেম্বরে অনুর্ধ্ব-১৯ নারী সাফজয়ী দলের অধিনায়ক মারিয়া মান্দা ফেসবুকে লিখেছেন, 'আমি অনেক কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। '

শুধু নারী ফুটবল দলই নয়, এবারের ইংরেজি পাঠ্যবইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া সাতারু ব্রজেন দাস ও এভারেস্ট জয়কারী নিশাত মজুমদারের সাফল্যের গল্পও তুলে আনা হয়েছে।

 

 

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।