ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আন্তর্জাতিক মঞ্চে প্রথম বাংলাদেশি চ্যাম্পিয়ন অভীককে তামিমের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
আন্তর্জাতিক মঞ্চে প্রথম বাংলাদেশি চ্যাম্পিয়ন অভীককে তামিমের শুভেচ্ছা

অনেক দিন হলো ফর্মুলা রেসের আন্তর্জাতিক ট্র্যাকে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের অভীক আনোয়ার। এবার আন্তর্জাতিক মঞ্চে প্রথম বাংলাদেশি রেসিং চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন এই তারকা।

আর তার এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও তারই বন্ধু তামিম ইকবাল।

চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে অভীক লিখেন, আন্তর্জাতিক মঞ্চে প্রথম বাংলাদেশী রেসিং চ্যাম্পিয়ন হলাম আজকে। এনজিকে u.a.e. প্রকার চ্যাম্পিয়নশিপ। এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপ যেখানে বিভিন্ন দেশ থেকে অনেক প্রতিযোগি আসে এবং অংশগ্রহণ করেন। এটি একটি মাল্টিক্লাস রেসিং প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় ৮৬ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হলাম আজকে একজন বাংলাদেশি রেসিং ড্রাইভার হয়ে, বাংলাদেশের ইতিহাসের প্রথম রেসিং টিমের সাথে, Bangladesh Motorsports.।

পরে অভীককে শুভেচ্ছা জানিয়ে তামিম নিজের ফেসবুক পেজে লিখেন, অভীক আনোয়ারকে প্রাণঢালা অভিনন্দন। তোমার এই ব্যতিক্রমী অর্জন দেশকে গর্বিত করেছে।

 

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।