ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

খেলা

দিয়াকে হারিয়ে স্বর্ণ জিতলেন নাসরিন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
দিয়াকে হারিয়ে স্বর্ণ জিতলেন নাসরিন বাঁ থেকে দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-১) রিকার্ভ নারী এককের ফাইনালে দিয়া সিদ্দিকীকে হারিয়ে স্বর্ণ জিতেছে নাসরিন আক্তার।

এর আগে স্বর্ণ জয়ের লড়াইয়ে ফাইনালে উঠেছিল দুই বাংলাদেশি তীরন্দাজ।

শনিবার থাইল্যান্ডের ফুকেটে দিয়াকে ৬-২ সেট পয়েন্টে হারান নাসরিন। শুরুর দুই সেট যথাক্রমে ২৮-২৬, ২৮-২৬ পয়েন্টে জিতে এগিয়ে যায় নাসরিন।

পরের দুই সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পেরে ওঠেননি দিয়া। তৃতীয় ও চতুর্থ সেটে ২৮-২৮, ২৭-২৭ ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেন দুজনে। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে মালয়েশিয়ার ফোজি না।

থাইল্যান্ডের এবারের আসর থেকে এ নিয়ে তৃতীয় সোনার পদক জিতল বাংলাদেশ। এর আগে রিকার্ভ মিশ্র ও মেয়েদের দলগত রিকার্ভেও সোনা জিতেছে বাংলাদেশ। মেয়েদের দলগত রিকার্ভে সোনা জিতেছেন নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা ও দিয়া সিদ্দিকী। রিকার্ভ মিশ্র ইভেন্টে সোনা জিতেছেন রোমান সানা ও নাসরিন আক্তার। এবারের আসরে নাসরিন জিতলেন দ্বিতীয় সোনা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।