ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

খেলা

সাউথ এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ খেলতে ১৭ সদস্যের দল ভারতে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
সাউথ এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ খেলতে ১৭ সদস্যের দল ভারতে

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট দিয়ে সাউথ এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত সফরে গেছে বাংলাদেশের ১৭ সদস্যের অ্যাথলেটিক্স প্রতিনিধি দল।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরের দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা ভারতে যান।

 

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু জানান, আগামী ২৬ মার্চ ভারতের অন্ধপ্রদেশের কোহিমা নাগাল্যান্ড শহরে এ প্রতিযোগিতা শুরু হবে। ইন্ডিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশন এ আয়োজন করেছে।  

এবারের সাউথ এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ খেলা চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। খেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ দল। এর মধ্যে খেলোয়াড় রয়েছেন ১২ জন, টিম ম্যানেজার একজন, কোচ দু’জন ও অফিসিয়াল স্টাফ রয়েছেন দু’জন। খেলা শেষে তাদের আগামী ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।